সাংবাদিক নাদিম হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

|

সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জামালপুরের একটি আদালত। এছাড়া গ্রেফতার বাকি ১২ আসামিকেও বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। হত্যার প্রতিবাদে আজও কয়েক জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংবাদকর্মীরা।

রোববার (১৮ জুন) দুপুরে তিনিসহ ৪ আসামিকে নেয়া হয় জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে

গ্রেফতারের পর জামালপুর পুলিশের কাছে হস্তান্তর হন নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশীগঞ্জের সাধুর পাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। তদন্ত কর্মকর্তা প্রধান আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের পুলিশ হেফাজতের অনুমতি দেন।

এ মামলায় এজাহারে নাম উল্লেখ করা আসামি ২২ জন। এছাড়া অজ্ঞাত আরও ২৫ জন। এরমধ্যে গ্রেফতার হয়েছে ১৩ আসামি এবং বাকি ৫ জন এজাহার নামীয় অজ্ঞাত। অপর ১২ আসামির ছয় জনকে ৪ দিন ও বাকি ছয় আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

এদিকে এ হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পাবনা, ঝালকাঠি, ময়মনসিংহ, নেত্রকোণা, বরগুনা ও বান্দরবানে। সন্ত্রাসী হামলার একদিন পর গত ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply