পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির বাকি দুই মামলা শেষ করতে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এছাড়াও মামলার দায়িত্বে থাকা বিচারককে প্রতি সপ্তাহে মামলার অগ্রগতির প্রতিবেদন জমা দেয়ার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত।
চলতি বছরের সেপ্টেম্বরে নওয়াজের বিরুদ্ধে বিচারকাজ শুরুর পর থেকে এ নিয়ে তিন দফায় বাড়ানো হয়েছে মামলা শেষ করার সময়সীমা। গত সপ্তাহে সময়সীমা বাড়াতে সুপ্রিম কোর্টের প্রতি লিখিত আবেদন করেন মামলার দায়িত্বপ্রাপ্ত বিচারক। তার আবেদনের প্রেক্ষিতে দেশটির প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ জন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চে দেয়া হয় এ আদেশ।
গত বছর জুলাইয়ে সুপ্রিম কোর্টের এক আদেশের পর নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে করা হয় ৩টি দুর্নীতি মামলা। এদের মধ্যে একটি মামলার রায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন নওয়াজ, তার মেয়ে ও জামাতা। সোমবার বাকি দুই মামলার শুনানিতে হাজিরা দিতে আদালতে যান নওয়াজ শরীফ।
Leave a reply