চীনে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন

|

স্পাই বেলুন, তাইওয়ানসহ নানা ইস্যুতে চলমান উত্তেজনার মাঝেই চীনে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

রোববার (১৮ জুন) বেইজিংয়ে পৌঁছান শীর্ষ মার্কিন কর্মকর্তা। তাকে স্বাগত জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক বসেন তারা।

ওয়াশিংটন সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, সম্পর্কে বড় অগ্রগতি আসবে না এ সফরে। বরং আলোচনায় সম্পর্ক স্থিতিশীল রাখার প্রতি গুরুত্বারোপ করবে শক্তিধর দেশদুটি। চলমান সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। ফেব্রুয়ারিতে বেইজিং সফরের কথা ছিল ব্লিনকেনের। তবে মার্কিন আকাশে চীনের স্পাই বেলুন নিয়ে উত্তেজনার জেরে সে দফা সফর বাতিল হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply