স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী :
ফেনী সদর উপজেলার বিসিক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক বন্ধু।
রোববার (১৮ জুন) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শহরের কাছে বিসিক সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা দেবীদ্বার উপজেলার বনকোট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) ও একই এলাকার আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)। আহত তরুণ একই এলাকার আবদুল করিমের ছেলে মো. বাবু (২১)।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই তিন তরুণ গতকাল শনিবার সন্ধ্যায় ফেনীতে বন্ধুদের আমন্ত্রণে বেড়াতে যান। রাতে তারা ফেনীতে অবস্থান করেন। আজ সকালে তিন বন্ধু একই মোটরসাইকেলযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে নিজ এলাকায় ফিরছিলেন। ফেনী সদর উপজেলার বিসিক সড়কের মাথা এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তিন বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. তারেককে মৃত ঘোষণা করেন। আহত মো. সজীব ও মো. বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ইউএইচ/
Leave a reply