Site icon Jamuna Television

যমুনায় যাত্রীবাহী ট্রলার ডুবি, নিখোঁজ ৩

ঈদের ছুটি শেষ করে ফেরার পথে মানিকগঞ্জে যমুনা নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে সবাই তীরে উঠতে সক্ষম হলেও শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অন্তত ১০০ জন যাত্রী নিয়ে পাবনার কাজিরহাট থেকে আরিচা ঘাটে যাচ্ছিল ট্রলারটি। আলোকদিয়া চরে এলে বিপরীত দিক থেকে আসা একটি সারবোঝাই কার্গোর সাথে ট্রলারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ডুবে যায় ট্রলারটি। ঘটনার পর পর আশপাশের নৌযানগুলো যাত্রীদের উদ্ধার করে। তবে, তিন জনের সন্ধান পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। তাদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version