আসামে বন্যায় প্লাবিত ১৪ জেলা

|

ভারতের আসাম রাজ্যে বন্যায় প্লাবিত ১৪ জেলা। দুর্ভোগে ৪০ হাজারের কাছাকাছি বাসিন্দা। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ- এএসডিএম এ নিশ্চিত করেছে এসব তথ্য। খবর ইন্ডিয়া ট্যুডের।

তারা জানিয়েছে, আগামী সপ্তাহেও পরিস্থিতি উন্নয়নের কোনো সম্ভাবনা নেই। এরইমধ্যে রোববার (১৮ জুন) ধিরেনপাড়া এলাকায় বন্যার পানির তোড়ে ভেসে গেছেন এক ব্যক্তি। পরে কয়েক মাইল দূরে উদ্ধার হয় তার মরদেহ। বন্যায় আটকা পড়াদের দ্রুত উঁচু স্থান বা শরণার্থী শিবিরে সরে যাওয়ার তাগিদ দিয়েছে প্রশাসন।

প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাখিমপুর জেলা। সেখানেই আটকা পড়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। তাছাড়া ডিব্রুগড়-বিশ্বনাথ এলাকায় বেড়েই চলেছে স্থানীয় নদীগুলোর পানির উচ্চতা। ব্রহ্মপুত্রের পানি অনেক পয়েন্টে অতিক্রম করেছে বিপৎসীমা। পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৮টি দল কাজ করছে। গেলো বছর আসামে হওয়া বন্যায় প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply