রাজশাহীতে নির্বাচন কর্মকর্তার বাসায় অবরুদ্ধ মহানগর আ.লীগ নেতা, পুলিশ এসে উদ্ধার

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার বাড়িতে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক লিমনকে আর্থিক লেনদেনের অভিযোগে অবরুদ্ধ করে রাখে জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের একটি পক্ষ।

রোববার (১৮ জুন) রাতে নগরীর সাগরপাড়া এলাকায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের বাসায় যান লিমন। এ সময়, কোনো এক প্রার্থীর পক্ষে কাজ করার জন্য রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আর্থিক লেনদেন করছে এমন অভিযোগে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

পরে খবর পেয়ে পুলিশ লিমনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। লিমন জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবালের ছেলে। লিমনের মামা নগরীর একটি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে রাজশাহীর সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেন বলেন, লিমনের সাথে আমার বাসার নিচে কথা হচ্ছিল। আমি বললাম নিচে দাঁড়িয়ে কথা না বলে চলুন উপরে আমার বাসায় বসে কথা বলি। উপরে আসার পর পরই ৪-৫ জন ছেলেও আসলো। তারা লিমন আছে কিনা জানতে চাইলে, আমি বলেছি হ্যাঁ আছে। তবে টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেছেন এই কর্মকর্তা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply