নেই ধর্মীয় কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান, পড়ালেখা করেছেন ইংরেজিতে। কিন্তু খুলে বসেন দরবার শরিফ। বলছি, কুমিল্লার দেবিদ্বারের ভন্ডপীর ইকবাল শাহ সুন্নি আল কাদেরীর কথা।
গত ২ জুন লিচু দেয়ার কথা বলে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই অভিযোগ রাজধানীর মিরপুর থেকে রোববার (১৮ জুন) রাতে তাকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৯) দুপুরে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতারের কথা জানান।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
র্যাব জানায়, কুমিল্লার কথিত এই পীর মোবাইলের ভিডিও দেখে নিয়মিত ধর্মীয় বক্তব্য দিয়ে বেড়াতেন আশপাশের বিভিন্ন জায়গায়। কিন্তু আরবিও পড়তে পারতেন না। আর আস্তানায় চলতো অনৈতিক কর্মকাণ্ড। ধর্ষণের অভিযোগ উঠলে গা ঢাকা দেন ইকবাল।
সংস্থাটি আরও জানায়, মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে নিজের নাম ও বেশভুশাও পরিবর্তন করেন কথিত এই পীর। প্রায় ১৮ বছর যাবৎ মানুষের সাথে করেছেন নানা প্রতারণা। তার মাধ্যমে কেউ প্রতারিত হলে আইনের সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছে র্যাব।
/এমএন
Leave a reply