বরযাত্রীবাহী ট্রলারে বিদ্যুতায়িত হয়ে নিহত ১

|

কামাল হোসাইন,নেত্রকোণা
মদন উপজেলার তলার হাওরে বরযাত্রীবাহী বিয়ের ট্রলার বিদ্যুতের তারে জড়িয়ে আল মামুন (১৮) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় ইঞ্জিন চালিত নৌকাটি তড়িতাহত হয়ে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মদন উপজেলার মদন ইউনিয়নের কাইকুড়িয়া এলাকার তলার হাওরে এই ঘটনা ঘটে।

নিহত আল মামুন মদন উপজেলার সদর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের হারুন মিয়ার ছেলে। আহতরা উপজেলার গঙ্গানগর ও বাস্তা গ্রামের বাসিন্দা ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে মদন উপজেলার বাস্তা গ্রাম থেকে বরযাত্রীবাহী একটি বিয়ের ট্রলার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। আনুমানিক দুপুর ১২টার দিকে মদনের কাইকুড়িয়া এলাকার তলার হাওরে পৌঁছলে পানির উপড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ২০ জন আহত হয়। এসময় সাথে থাকা অন্য লোকজন তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply