পশ্চিম তীরে আরও সাড়ে ৪ হাজার ইহুদি বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের

|

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

দখলকৃত পশ্চিম তীরে আরও সাড়ে চার হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। এ বিষয়টি দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী স্মোরিচকে। ছয় ধাপে বিল পাসের নিয়ম থাকলেও, বিশেষ বিবেচনায় তা এড়ানো হয়েছে বলে জানা গেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

রোববার (১৮ জুন) এ সংক্রান্ত একটি বিল পাস করেছে দেশটির মন্ত্রিসভা। এ প্রসঙ্গে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ জোরদারে আর কাজ করে যাবো আমরা। পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে নির্মাণ করা হবে আরও ৪ হাজার ৫৬০টি ইহুদি বসতি।

এদিকে, ইসরায়েলের এমন বিল পাসের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানায়, পশ্চিম তীরে দখলদারিত্ব প্রতিষ্ঠায় আরও বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে তেল আবিব।

ইসরায়েলের এমন হঠকারিতামূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের দাবি, এ ধরনের আগ্রাসী আচরণ কেবল উত্তেজনাই বাড়াবে অঞ্চলটিতে।

অপরদিকে আরেক ফিলিস্তিনি সংগঠন ফাতাহ’র হুঁশিয়ারি, গাজার মতো পশ্চিম তীর থেকেও উৎখাত করা হবে দখলদারদের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply