Site icon Jamuna Television

রূপগঞ্জে বাকি না দিতে চাওয়ায় দোকানির ওপর কড়াই ভরা ফুটন্ত তেল নিক্ষেপ

প্রতীকী ছবি

রূপগঞ্জের মুড়াপাড়ার মাহমুদাবাদে বাকিকে মালামাল বিক্রি না করায় রিপন নামের এক রেস্টুরেন্ট দোকানির ওপর কড়াই ভর্তি ফুটন্ত গরম তেল ঢেলে দিয়েছে রাব্বি সিকদার নামের এক বখাটে।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় বাকিতে খাবার না দেয়ায় এক রেস্টুরেন্ট দোকানির উপর কড়াই ভর্তি গরম তেল ঢেলে শরীর ঝলসে দেয় । পরে মুমূর্ষ অবস্থায় রিপনকে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এখন তাকে সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রিপন মিয়া ছোট একটি সিঙ্গাড়ার দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। একই এলাকার রাব্বি সিকদার প্রায়ই ওই দোকান থেকে ফ্রিতে অথবা বাকিতে সিঙ্গাড়া খেয়ে যেতো। সোমবার সন্ধ্যা পৌনে আটটার দিকে যথারীতি রাব্বি সিঙ্গারা খেয়ে পরে বিল পরিশোধের কথা জানালে দোকানি রিপন অপরাগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে রাব্বি রিপনের ওপর কড়াই ভর্তি গরম তেল ঢেলে দেয়। এতে মুহূর্তের মধ্যে ঝলসে যায় রিপনের শরীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

/এসএইচ

Exit mobile version