টাঙ্গাইলে ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নয় দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বেলা সাড়ে বারোটায় শ্রীশ্রী বড় কালীবাড়ী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, শ্রীশ্রী বড় কালীবাড়ীর সভাপতি সুভাস চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীব কুমার গুণ ঝন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে শ্রীশ্রী বড় কালীবাড়ী প্রাঙ্গণে পূজার্চ্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী-পুরুষ এসব কর্মসূচিতে অংশ নেন। আগামী বুধবার (২৮ জুন) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply