চলতি শতকেই গলে যাবে হিমালয়ের ৭৫ শতাংশ হিমবাহ

|

চলতি শতকেই ৭৫ শতাংশ হিমবাহ হারাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়। মঙ্গলবার (২০ জুন) কাঠমান্ডুভিত্তিক আন্তর্জাতিক পার্বত্য উন্নয়ন সমন্বয় কেন্দ্র (আইসিআইএমওডি) এ আশঙ্কার কথা জানায়। খবর সিএনএন এর।

আইসিআইএমওডি’র প্রতিবেদন অনুসারে, ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত হিমালয়ের বরফ গলেছে ৬৫ শতাংশ হারে। দ্রুত গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানো না গেলে ২১০০ সালের মধ্যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের ৮০ ভাগই বিলীন হয়ে যাবে।

হিন্দুকুশ অঞ্চলের হিমবাহগুলো আশপাশের ২৪ কোটি মানুষের সুপেয় পানির উৎস। তাছাড়া নদী অববাহিকার ১৬৫ কোটি বাসিন্দা হিমালয়ের ওপর নির্ভরশীল। দ্রুত বরফ গলার কারণে অঞ্চলগুলোতে বন্যা হবে ঘন ঘন। সেই সাথে সুপেয় পানির সংকটে পড়বেন বিপুল সংখ্যক মানুষ।

গঙ্গা-সিন্ধু-মেকং-ইরাবতীসহ ১২টি নদী হিমালয়ের সাথে সংযুক্ত। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেগুলোর ওপর নির্ভরশীল বিভিন্ন দেশের কোটি কোটি মানুষের জীবন-জীবিকা। তাই এ বিষয়টি এবার নতুন করে ভাবাচ্ছে পরিবেশবিদদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply