Site icon Jamuna Television

স্পাই ইউনিভার্সে কিয়ারা

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে ভারতের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে আবির্ভুত হয়েছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স। এবার নির্মিত হতে যাচ্ছে এ স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘ওয়ার টু’। অয়ন মুখার্জির সিনেমায় হৃতিকের মুখোমুখি হবেন তেলুগু সুপারস্টার এনটিআর। আর এ সিনেমার প্রধান নারী চরিত্রে থাকছেন কিয়ারা আদভানি। খবর হিন্দুস্তান টাইমসের।

হলিউডের আদলে সিনেমাটিক ইউনিভার্স তৈরি করেছে বলিউডও। ‘স্পাই ইউনিভার্স’ নামে এটি গড়ে তুলেছে বলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এ পর্যন্ত এ সিরিজের চারটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’। সবগুলো সিনেমাই রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে বক্স অফিসে। আর গুপ্তচরের ভূমিকায় দর্শক মাতিয়েছেন সালমান খান, হৃতিক রোশন, শাহরুখ খানের মতো তারকারা।

এবার আসছে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘ওয়ার টু’। প্রথম পর্বের মতো এখানেও মুখ্য ভূমিকায় থাকছেন হৃতিক রোশন। আর, বিশেষ চমক হিসেবে এবার দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে নেয়া হয়েছে। জানা গেছে, সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলিউডের এ সময়ের সেনসেশন লাস্যময়ী কিয়ারা আদভানি।

বলিউডের একটি সূত্রের দাবি, স্পাই ইউনিভার্সের এ গল্পে কিয়ারাই মানানসই। এ সিরিজের প্রতিটি সিনেমার সাফল্যের সুবাদে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে। এটি এমন এক ফ্র্যাঞ্চাইজি, যেখানে ভারতের সবচেয়ে বড় তারকারা কাজ করছেন। আর কিয়ারা এ মুহূর্তে বলিউডে প্রথম সারিতেই আছেন। তাই প্রযোজক আদিত্য চোপড়া তাকেই বেছে নিয়েছেন।

‘ওয়ার টু’ সিনেমার কাস্টিং আর আয়োজন নিয়ে উচ্ছ্বাসের আভাস পাওয়া গেছে খোদ আদিত্যর মুখেও। সিনেমা সংশ্লিষ্টরা বলছে, কাস্টিং দুর্দান্ত হয়েছে। হৃতিক, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানির মতো তিনজন সুপারস্টার আছেন, সেই সাথে আছেন দেশের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ নির্মাতা অয়ন মুখার্জি। অ্যাকশন-বিনোদনে তারা এমন কিছু উপহার দেবেন, যা দর্শক আগে  কখনও দেখেনি।

তবে সিনেমায় কিয়ারা আদভানি গুপ্তচরের ভূমিকায় থাকবেন নাকি স্রেফ হৃতিক কিংবা এনটিআরের বিপরীতে দেখা যাবে, সেটি এখনও পরিষ্কার নয়। এর আগে, স্পাই ইউনিভার্সের বিভিন্ন সিনেমায় গুপ্তচর হয়ে অ্যাকশন আর গ্ল্যামারের জাদু দেখিয়েছেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। এবার কি কিয়ারার পালা? সে জবাব মিলবে সিনেমা মুক্তির পর।

প্রসঙ্গত, ২০২৪ সালের শেষে অথবা ২০২৫ সালের শুরুতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ‘ওয়ার টু’ এর। আগামী দীপাবলিতে মুক্তি পাবে ‘টাইগার থ্রী’। জানা গেছে, ‘টাইগার থ্রী’ সিনেমার গল্প থেকেই এগিয়ে যাবে ‘ওয়ার টু’-এর মূল প্লট। আর ‘ওয়ার টু’ সিনেমার গল্প যেখানে শেষ হবে, সেখান থেকেই শুরু স্পাই ইউনিভার্সের সিভিল ওয়ার ‘টাইগার বনাম পাঠান’। বলিউড ইতিহাসের সবচেয়ে বড় এ অ্যাকশন সিনেমায় একসাথে হাজির হবেন শাহরুখ খান এবং সালমান খান।

/এসএইচ

Exit mobile version