বিশ্বব্যাপী নেতৃত্বের উচ্চ পর্যায়ে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ফোন করেছেন বলে মনে করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২০ জুন) সচিবালয়ে ২০২৩-২৪ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই এবং ২০২২-২৩ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের অধীনস্ত ১১টি দফতর ও সংস্থার সঙ্গে চুক্তি সই হয় অনুষ্ঠানে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শুদ্ধাচার পুরস্কার পায়।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে। নৌপরিবহন মন্ত্রণালয় আগামী দিনে সরকারের শোকেস মন্ত্রণালয়ে পরিণত হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চলমান ৩৯ প্রকল্প বাস্তবায়িত হলে নৌপরিবহন মন্ত্রণালয় অন্য উচ্চতায় পৌঁছে যাবে। এই মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বিভিন্ন দেশ নৌমন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
/এমএন
Leave a reply