রাশিয়ার রাজনীতিতে পুতিনের গলার কাঁটা প্রিগোঝিন!

|

ওয়াগনার প্রধান ইয়েভঝেনি প্রিগোঝিন।

রাশিয়ার রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন ভাড়াটে সেনাদল- ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনারের প্রধান ইয়েভঝেনি প্রিগোঝিন? পশ্চিমা এবং রুশ বিশ্লেষকদের কলামেই উঠে এসেছে এমন সম্ভাবনার কথা। খবর আলজাজিরার।

জানা গেছে, সামরিক শক্তিমত্তা অর্জনের পর ক্রমশ পুতিনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন ৬২ বছরের প্রিগোঝিন। আশির দশকের বেশিরভাগ সময় সোভিয়েত কারাগারে কাটান তিনি। অস্ত্র লুট আর সন্ত্রাসী সংগঠনে শিশুদের নিয়োগের অভিযোগে দোষীও সাব্যস্ত হন।

অথচ, ৩০ বছর পর ফেরারি এ আসামি হয়ে উঠেছেন রুশ রাজনীতির মধ্যমণি। রক্ষণশীল রুশদের অনেকেই তাকে জোসেফ স্টালিনের সাথেও তুলনা করছেন।

তারা মনে করেন, প্রিগোঝিনের হাত ধরেই ইউক্রেনের বিরুদ্ধে সাফল্য আসবে। অবশ্য, তার অকথ্য গালিগালাজ ও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সাথে কোন্দল রাজনীতির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে- এমনটাও ভাবছেন বিশ্লেষকরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply