ভিডিও কল, ক্ষুদে বার্তা, হোয়াটস অ্যাপের যুগে এখনও যোগাযোগের মাধ্যম- কবুতর! আধুনিক সময়েও গোপন বার্তা প্রেরণে ওড়িশা পুলিশের শেষ ভরসা এখন এ পাখি। জানা গেছে, যোগাযোগ সহজ করতে ট্রেনিং দেয়া হয়েছে ১০০ পুলিশ পিজিয়নকে। ওড়িশা পুলিশের দাবি, প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়লে এসব কবুতরই আমাদের আস্থার জায়গা। খবর আলজাজিরার।
দেখতে সাদা-মাটা হলেও; রীতিমতো পুলিশ ট্রেইনিং পাওয়া এসব কবুতর উড়তে পারে টানা ৫০০ মাইল পর্যন্ত। ঘণ্টায় এদের গতিবেগ থাকে ৫৫ কিলোমিটার পর্যন্ত। প্রাপকের হাতে ঠিকঠাক পৌঁছে দেয় প্রেরকের চিঠি।
অত্যাধুনিক যোগাযোগের প্রায় সব ব্যবস্থাই এখন বিশ্বে সহজলভ্য। এরমাঝেও, কবুতর ব্যবহারের রীতি ধরে রেখেছে ভারতীয় রাজ্য- ওড়িশার পুলিশ বিভাগ। তাদের দাবি, ১৯৯৯ সালের সাইক্লোনে যখন লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো পুরো উপকূল; সে সময়- বার্তাবাহক হিসেবে লাইফলাইনে পরিণত হয় কবুতর।
এ প্রসঙ্গে কটকের আইজিপি সতীশ কুমার বলেন, ১৯৪৬ সাল থেকেই চলছে কবুতরের মাধ্যমে তথ্য পাঠানোর এই সার্ভিস। মূলত; এক পুলিশ স্টেশন থেকে অন্য স্টেশনে স্পর্শকাতর-গোপন তথ্য পাঠাতেই এটি ব্যবহৃত হয়। বর্তমানে, প্রয়োজন ফুরালেও ঐতিহ্য হিসেবে আমরা বহন করছি।
ওড়িশা পুলিশ জানিয়েছে, পুলিশের কাজের জন্য সাধারণত ব্যবহার করা হয় বেলজিয়ান প্রজাতির কবুতর। কারণ, এরা বাঁচে অন্তত ২০ বছর, উড়তে পারে দীর্ঘক্ষণ।
প্রশিক্ষকরা জানান, ৫-৬ সপ্তাহ বয়স থেকেই এসব কবুতরকে শেখানো হয় বাড়ির গণ্ডি চেনার কৌশল। সময়ের সাথে সাথে বাড়ানো হয় দূরত্ব। প্রতিদিন ৩ কিলোমিটার হিসেবে নির্দিষ্ট গন্তব্যস্থলের কাছে নেয়া হয় ১০ দিনে। পাখি একবার গতিপথ সর্ম্পকে পরিপূর্ণ ধারণা পেলেই, নিজ থেকে অন্তত ২৫ কিলোমিটার পথ ফিরতে পারে।.
কটকের পুলিশ সদস্য পরশুরাম নন্দ বলেন, আমরা তামার ক্যাপসুলে প্রথমে ছোট্ট চিরকুট ভরি। সেটি ট্রেইনিং পাওয়া কবুতরের পায়ে বেঁধে ছেড়ে দেই। এভাবেই হয় প্রশিক্ষণ।
আধুনিক বিশ্বে, নিকট ভবিষ্যতে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার কথা ভাবতে পারেন না কেউই। তবুও, ঐতিহ্যবাহী এ কৌশলটি চালু রাখার পক্ষে গুণীজনরা।
ভারতীয় ঐতিহাসিক ও গবেষক অনীল ধীর বলেন, আগামীতে যদি কেউ কবুতরের মাধ্যমে চিঠি আদান-প্রদান চালু করতে চায়; তাহলেও ৫০ বছর আগের মতো সার্ভিস পাবে। কারণ, অন্যান্য সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলেও; কবুতর কখনো ব্যর্থ হবে না। এমনকি, সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও কবুতরের মাধ্যমে গোপন তথ্য পাঠাতেন।
প্রসঙ্গত, বর্তমানে ভারতের স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবসে কলাকৌশল দেখায় প্রশিক্ষণ পাওয়া এসব কবুতর। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে উড়িয়ে দেয়া হয় পাখিগুলোকে। ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা কটকে ফেরে।
/এসএইচ
Leave a reply