রাগবি লিগ চ্যাম্পিয়নদের উদযাপনে অংশ নিয়ে সমালোচনায় পড়েছেন ফরাসি প্রেসিন্ডেন্ট ইমানুয়েল ম্যাকরন। কারণ, এ সময় আনন্দের আতিশয্যে মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার সাবাড় করে দেন তিনি। সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিরোধীদের তোপের মুখে পড়েন ম্যাকরন। খবর দ্য গার্ডিয়ানের।
গত শনিবার (১৭ জুন) প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্স স্টেডিয়ামে ঘরোয়া রাগবি লিগের ফাইনালে লা রোশেলকে হারিয়ে শিরোপা জেতে টুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন। এরপর, বিজয়ী দলকে অভিনন্দন জানাতে তাদের ড্রেসিংরুমে যান তিনি। সেখানেই প্রেসিডেন্টকে বিয়ার পানের অনুরোধ করা হয় বিজয়ী দলের পক্ষ থেকে। খোশমেজাজে থাকা ম্যাকরন মাত্র ১৭ সেকেন্ডে এক চুমুকে ঢকঢক করে পুরো বোতল খালি করে ফেলেন। এ সময় উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের।
ম্যাকরনের বিয়ার খাওয়ার ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
কিন্তু, এ ঘটনা জন্ম দিয়েছে সমালোচনার। ফ্রান্সের বিরোধী দল গ্রিন পার্টির এমপি স্যানড্রিন রুশো এক টুইটে বলেন, রাজনৈতিক নেতৃত্বে থাকা ‘বিষাক্ত পৌরুষ’ ফুটে উঠেছে এক ছবিতেই।
অবশ্য নিজ দলের এমপিদের পাশেই পেয়েছেন ম্যাকরন। তার পক্ষে পাল্টা টুইট করেছেন রেনেসাঁ পার্টির এমপি জ্যঁ রেনে ক্যাজেনিউভ। তিনি বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন। তাদের ঐতিহ্যে শরীক হয়েছেন, এটা এর বেশি কিছুই না।
এদিকে, সোমবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের মুখপাত্র বার্নার্ড বাসেট বলেন, স্বাস্থ্যগত আচরণের উদাহরণ সৃষ্টির জন্য প্রেসিডেন্টের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।
Leave a reply