টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া নিখোঁজ সাবমেরিনের অক্সিজেন ফুরিয়ে আসছে

|

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া নিখোঁজ সাবমেরিনে আর ৩০ ঘণ্টা চলার মতো অক্সিজেন রয়েছে। মঙ্গলবার (২০ জুন) সবশেষ বিবৃতিতে এ তথ্য জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবমেরিন টাইটানের সন্ধানে আটলান্টিকে চলছে চিরুনি অভিযান। অনুসন্ধান কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে রয়েল কানাডিয়ান নেভি শিপ- HMCS গ্লেস বে। তাতে রয়েছেন দক্ষ ডুবুরি এবং একটি মেডিকেল টিম। তাছাড়া, হাইপারবেরিক রি-কমপ্রেশন চেম্বার রয়েছে ওই জাহাজে। সাবমেরিন শনাক্ত হলে আরোহীদের দ্রুত ও নিরাপদে উদ্ধারের জন্য এটি ব্যবহৃত হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

গত রোববার নিউ-ফাউন্ড-ল্যান্ডের কাছেই সমুদ্রে ডুব দেয় সাবমেরিনটি। মূলত আলোচিত জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছিলেন আরোহীরা। কিন্তু পৌনে দুই ঘণ্টার ব্যবধানে ক্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ আরোহীদের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হারডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহাজাদা দাউদ ও তার ছেলে সুলেমান। ওশান গেটের প্রধান নির্বাহী স্টকটোন রুশ এবং ফরাসি নাবিক পল হেনরি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply