বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে সিলেটে চলছে ভোট

|

আবহাওয়া খানিকটা বৈরী থাকলেও নির্বাচনকে ঘিরে সুরমা নদীর পাড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৃষ্টির শঙ্কা নিয়েও ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে আসছেন ভোটাররা। বুধবার (২১ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।

সকাল সোয়া ৮টায় নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সস্ত্রীক ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ সময় তিনি বলেন, ইভিএমে সহজেই ভোট প্রদান করতে পারছেন নগরবাসী। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচিত হলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেটে মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এই সিটিতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। মেয়র পদে লড়ছেন আট জন। মেয়র প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মো. আব্দুল হানিফ, মো. ছালাহ উদ্দিন রিমন, মো. শাহ জাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

এছাড়া, ৪২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply