মিরপুরে অপহৃত কেবল অপারেটর সোহেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

|

রাজধানীর মিরপুর থেকে অপহৃত কেবল অপারেটর সোহেল হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেন বিচারক।

বুধবার (২১ জুন) বেলা ১১টায় ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কামাল মোল্লা, জামাল মোল্লা, বিল্লাল মোল্লা, হারুন মোল্লা, মহসিন মোল্লা, জাকির হোসেন, আমির হোসেন ও জাবেদ হোসেন। এদের মধ্যে জাকির হোসেন, আমির হোসেন ও জাবেদ হোসেন পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১২ আসামিকে খালাস দেন আদালত।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

২০১৭ সালের ৫ মে সোহেলকে রাজধানীর মিরপুর থেকে অপহরণ করে মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ে হত্যার করে আসামিরা। ঘটনার দু’দিন পর নিহত সোহেলের মা বাদী হয়ে ২০ আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ২৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply