ব্রিকসে যোগ দেয়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দেয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, আমরা ব্রিকসে যোগ দিবো। কারণ, যখনই এই জোটের প্রথম প্রস্তুতি নেয়া হয়, আমি এটার সঙ্গে ছিলাম, আছি। প্রতিষ্ঠাকালীন সদস্য হতে পারিনি, আমরা এখন চেয়েছি, সদস্য হবো।

বুধবার (২১ জুন) দুপুরে সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠের পর প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। আরও বলেন, আমরা চাচ্ছি, এককভাবে কারও ওপর নির্ভরশীল না হতে। অন্যান্য দেশের সাথেও যেন বিনিময় করতে পারি। দেশের প্রয়োজনীয় জিনিসগুলো যেন সহজে ক্রয় করতে পারি, দেশের মানুষের কষ্ট লাঘব করতে পারি, এসব বিবেচনা করে ব্রিকসে যোগ দেয়ার সিদ্ধান্ত।
সরকার প্রধান আরও বলেন, বিকল্প আর্থিক প্রতিষ্ঠান বা অর্থ ব্যবহারের কোনো জোট হলে আমরা তা-ও দেখবো; সেখানেও যোগ দিবো।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

উল্লেখ্য, ব্রিকস হল উদীয়মান অর্থনীতির পাঁচটি দেশ– ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকার প্রথম অক্ষরের সমন্বয়ে নামকরণ করা একটি জোট। সবশেষ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হবার পূর্বে এই জোট ‘ব্রিক’ নামে পরিচিত ছিল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply