কাঠগড়ায় ট্রাম্প, ১৪ আগস্ট শুরু হচ্ছে বিচারিক কার্যক্রম

|

সিএনএন থেকে সংগৃহীত ছবি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আগামী ১৪ আগস্ট শুরু হচ্ছে বিচারিক কার্যক্রম। মঙ্গলবার (২১ জুন) মায়ামি আদালতের বিচারপতি এ তারিখ ধার্য করেন। খবর সিএননের।

গত সপ্তাহে, একই আদালতে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ৩৭টি অভিযোগ আনা হয়। যারমধ্যে অন্যতম ছিলো- গোপন রাষ্ট্রীয় নথি নিজের কাছে রেখে দেয়ার মতো গুরুতর অভিযোগ। যা প্রমাণিত হলে, প্রত্যেকটি অপরাধের জন্য ন্যুনতম ৩০ বছর কারাদণ্ড হতে পারে ট্রাম্পের।

অবশ্য, সব অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এ প্রেসিডেন্টের দাবি, প্রতিরক্ষা বা পররাষ্ট্র নীতির ইস্যুতে কোনো গোপন নথি নয় বরং, ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে বেশকিছু প্রতিবেদন ছিলো। যা, ট্রাম্পের ফ্লোরিডার বাড়ির বাথরুম ও টয়লেট থেকে উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম সাবেক প্রেসিডেন্ট; যিনি দু’বার ফৌজদারি মামলায় আদালতে হাজিরা দিলেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply