আটলান্টিক মহাসাগরে রাবারের ডিঙ্গি থেকে উদ্ধার অন্তঃসত্ত্বার মরদেহ

|

রাবারের ডিঙ্গি থেকে উদ্ধার হলো অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ। মঙ্গলবার (২০ জুন) আটলান্টিক মহাসাগর থেকে আরও ৬৩ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করে স্পেনের কোস্টগার্ড। খবর ইয়াহু নিউজের।

বিবৃতিতে কোস্টগার্ড জানায়, গ্র্যান ক্যানেরিয়া থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলে চিহ্নিত হয় একটি রাবারের নৌকা। কোস্টগার্ড সেখান থেকে উদ্ধার করে আরোহীদের। প্রায় সবাই সাব-সাহারা আফ্রিকার নাগরিক। আরগুইনেগিন পোর্টে তাদের আনা হলে দায়িত্ব নেয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, রেডক্রস।

স্প্যানিশ সরকারের হিসাবে, চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রায় ৬ হাজারের কাছাকাছি মানুষ পৌঁছেছেন দেশটির ভূখণ্ডে। যা ২০২২ সালের তুলনায় কমেছে ৩১ দশমিক ৫ শতাংশ।

গেলো সপ্তাহেও গ্রিস উপকূলে নৌকাডুবিতে ১০০’র কাছাকাছি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৫০০’র মতো অভিবাসনপ্রার্থী। তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম- দাবি জাতিসংঘের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply