একা হয়ে পড়ছেন ইমরান খান!

|

দ্য ইকোনমিস্ট থেকে সংগৃহীত ছবি।

একের পর সিনিয়র নেতাদের পদত্যাগের পর অনেকটাই একা দল সামলাচ্ছেন তেহরিক ই ইনসাফের চেয়ারপার্সন ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একদিকে মামলা আর আদালত অন্যদিকে অনেকটাই নেতাহীন দল পিটিআই, দুইই সামলাতে হচ্ছে ইমরানকে। নেতাদের পদত্যাগের কারণ হিসেবে সামরিক বাহিনীর চাপের কথা উঠে আসলেও বিশ্লেষকরা বারবার বলছেন, দলীয় কোন্দলের বিষয়টি। খবর জিও নিউজের।

গত ৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পরপরই পুরো পাকিস্তানজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু করে পিটিআই। তবে পরিস্থিতি পাল্টাতে থাকে পিটিআই’র সিনিয়র নেতাদের পদত্যাগের ঘটনায়। স্বেচ্ছায় দল ছাড়তে থাকেন একের পর এক সিনিয়র নেতারা। ফলে শুরুতে ইমরানের মুক্তি, সরকারের পতন আর সামরিক বাহিনীর বিরুদ্ধে চলা আন্দোলনে যতোটা জোয়ার ছিলো, এখন যেন ঠিক ততোটাই ভাটা। দলত্যাগীদের মধ্যে রয়েছেন ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারি, আমির মাহমুদ, ফেয়জাল হাসানের মতো নেতারা যারা মুলত দলটির নীতি নির্ধারণ করতেন। এখন পর্যন্ত কেন্দ্র আর তৃণমূল মিলিয়ে প্রায় দেড়শ নেতা দল ছেড়েছেন। ফলে এখন অনেকটাই একা হাতে দল সামলাচ্ছেন ইমরান খান।

নেতাদের দল ছাড়ার কারণ হিসেবে বিশ্লেষকরা দায়ী করছেন ইমরানের একগুয়েমি সিদ্ধান্ত নেয়ার মনোভাবকে। বিশ্লেষকদের দাবি, দলটির পলিসি মেকারদের বারণ সত্ত্বেও আন্দোলন অব্যাহত রাখেন ইমরান। ফলে তা বুমেরাংয়ে পরিণত হয় পিটিআইয়ের জন্য। এছাড়াও, গত ৯ মে সহিংসতার ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনকে সামরিক আদালতে বিচারের সিদ্ধান্ত নেয়া হয়। এর পাশাপাশি সামরিক বাহিনীর চাপকেও দায়ী করা হচ্ছে।

এ প্রসঙ্গে পাঞ্জাবের সাবেক পিটিআই নেতা রাজা ইয়াসির বলেন, আমরা পরিবর্তনের জন্য রাজনীতি করতে চেয়েছিলাম কিন্তু সে পরিবর্তন আসেনি। এমন একজন ব্যক্তিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বানানো হয়েছিলো যিনি আইন শৃংখলাসহ বিভিন্ন সেক্টরে পরিবর্তন আনতে ব্যর্থ হচ্ছিলেন। এভাবে চলতে থাকলে ইমরান খানের যে লক্ষ্য তা পূরণ করা সম্ভব না।

পাকিস্তানের বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক রউফ ক্লাসরা বলেন, ইমরান খানের সাথে ফাওয়াদ চৌধুরীর মতো নেতাদের বনিবনার ঘাটতি ছিলো দীর্ঘদিন ধরেই। দলীয় নানা ইস্যুতে বিভিন্ন সময় সমালোচনাও করেছেন তিনি। সেটাও তার পদত্যাগের কারণ হতে পারে। যদিও দলের সংকটকালে এভাবে নেতাদের পদত্যাগের ঘটনা বিরল।

তবে ইমরান খানের একক নেতৃত্বে গড়ে তোলা দল পিটিআই থেকে সিনিয়র নেতারা সরে যাওয়ায় খুব বেশি প্রভাব পড়বে না বলেও মনে করা হচ্ছে। কারণ ইমরান ছাড়া রাজনৈতিক দল হিসেবে পিটিআই অস্তিত্বহীন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply