কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলাসহ প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে এসব নদীর পানি বৃদ্ধি পেলেও পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি বাড়ছে, তবে তিস্তার পানি কিছুটা কমেছে।
জেলার চরাঞ্চলে নিম্নাঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বৃষ্টি আর নদীর পানি বাড়ার কারণে গবাদি পশু ও পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছেন নদীর তীরবর্তী এলাকার মানুষজন। পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন।
কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড জানায়, ২২ ও ২৩ জুন প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। তবে দীর্ঘমেয়াদী বন্যা হওয়ার আশঙ্কা নেই।
ইউএইচ/
Leave a reply