প্যারিসে অফিস ভবনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ অন্তত ৪০

|

ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে একটি অফিস ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ৪০ জন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দুই জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে চলছে জরুরি বিভাগের তল্লাশি অভিযান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ বিকট শব্দ আসে ভবনটির ভেতর থেকে। অনেক দূর পর্যন্ত উঠতে থাকে ধোঁয়ার কুণ্ডলী। বিস্ফোরণের পরপরই পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। দুর্ঘটনার আগে ভবনটির আশপাশে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয়রা।

এদিকে বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কারণ অনুসন্ধানে পুলিশকে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply