প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

|

হিরো আলম। ফাইল ছবি।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। ফলে এই নির্বাচনে অংশ নিতে আর বাধা রইলো না তার।

এর আগে, প্রাথমিক বাছাইয়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কমিশনে আপিল করেন হিরো আলম। বৃহস্পতিবার (২২ জুন) ওই আপিলের শুনানি করে তার মনোনয়নপত্র বৈধ বলে সিদ্ধান্ত দেয় ইসি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

হিরো আলম ছাড়াও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান মনোনয়ন ফিরে পেয়েছেন। ফলে এই দুই প্রার্থী ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে পারবেন। আগামী রোববার এ বিষয়ে আদেশ জারি হবে। এদিকে, অন্য দুই স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঁঞা এবং আসাদুজ্জামান জালাল প্রার্থিতা ফিরে পাননি।

গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৭ জুলাই এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply