প্রতি মিনিটে কমছে ৫ আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা। অঘটনের আগেই কি খুঁজে পাওয়া যাবে আটলান্টিকে নিখোঁজ হওয়া সাবমেরিন টাইটান? সাবমেরিনটিকে খুঁজতে মহাসাগারের ১০ হাজার বর্গফুট মাইল এলাকা রীতিমতো চষে বেড়াচ্ছে আন্তর্জাতিক অনুসন্ধানী দল। অভিযানে অংশ নিয়েছে ৭টি বিশেষায়িত জাহাজ। সমন্বয়ক কমিটির অভিমত, এখনই নিরাশ হওয়ার সময় আসেনি। শেষ মুহূর্ত পর্যন্ত চালানো হবে চেষ্টা। খবর রয়টার্সের।
এর আগে বুধবার (২১ জুন) কিছুটা আশা জেগেছিল। আধাঘণ্টার ব্যবধানে প্রায় একই জায়গায় শনাক্ত হয় ৪টি শব্দ। ধারণা করা হচ্ছিল, ৭৭ বছর বয়সী চালক পল হেনরি হয়তো উদ্ধারকারীদের উদ্দেশ্যে পাঠাচ্ছেন এই সংকেত। তবে ফল বিশেষ কিছুই হয়নি। পাওয়া যায়নি সাবমেরিনটিকে। ফলে প্রত্যেক সেকেন্ড পার হচ্ছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। সময়ের সাথে পাল্লা দিয়ে পর্যটকবাহী জলযানটি খুঁজছেন উদ্ধারকর্মীরা।
আটলান্টিকে হারিয়ে যাওয়া সাবমেরিনটিকে খোঁজার অভিযানে রয়েল নেভি অব কানাডার পাশাপাশি যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিশেষায়িত ৭টি জাহাজ। প্রত্যেকটি দলের সাথেই রয়েছে অত্যাধুনিক সব সরঞ্জাম। তাই সময় ফুরানোর পরও হতাশ না হওয়ার আহ্বান জানাচ্ছেন উদ্ধারকারী দলের নেতৃত্বদানকারীরা।
এ নিয়ে মার্কিন উদ্ধার অভিযানের সমন্বয়ক ক্যাপ্টেন জেমি ফ্রেদেরিক বলেন, প্রতি আধাঘণ্টা পরপর ৪টি শব্দ শুনতে পেয়েছিলাম। এরপর কোনো শব্দ আসেনি। আমি সামুদ্রিক প্রাণীদের আওয়াজের ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত না। সে কারণেই তথ্যের খুঁটিনাটি বিশ্লেষণ করছে একটি বিশেষজ্ঞ দল। বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে। তবে যেখানে শব্দ শনাক্ত হয়েছিল সেখানেই ব্যাপক আকারে চলছে অনুসন্ধান।
মিয়াওপুকেক মেরিটাইম সার্ভিসের সিইও সিন লেফট বলেন, তল্লাশি অভিযানে যে সরঞ্জামগুলো ব্যবহৃত হচ্ছে, সেগুলো বিশ্বের সেরা এবং সক্ষম যন্ত্রপাতি। এখনই নিরাশ হওয়া যাবে না। কারণ, ডুবোযানটিতে লাইফ সাপোর্ট রয়েছে। সুতরাং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাবো। অভিযানে নতুনভাবে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূর নিয়ন্ত্রিত ডুবোযান। সময় স্বল্পতার ব্যাপারে সবাই সতর্ক। প্রত্যাশা করা হচ্ছে, টাইটানের ৫ আরোহীকে সুস্থভাবে আমরা ফেরাতে পারবো।
প্রসঙ্গত, রোববার (১৮ জুন) নিউ-ফাউন্ড-ল্যান্ডের কাছেই সমুদ্রে ডুব দেয় সাবমেরিনটি। মূলত আলোচিত জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছিলেন আরোহীরা। কিন্তু পৌনে দুই ঘণ্টার ব্যবধানে বিচ্ছিন্ন হয় যোগাযোগ। নিখোঁজ আরোহীদের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হারডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহাজাদা দাউদ ও তার ছেলে সুলেমান।
এসজেড/
Leave a reply