তবে কি জাবি আলোনসো হতে যাচ্ছেন রিয়ালের নতুন কোচ?

|

ছবি: সংগৃহীত

নতুন কোচ খুঁজছে রিয়াল মাদ্রিদ, এটা পুরানো খবর। নতুন খবর হলো কার্লো আনচেলত্তির বিকল্প ক্লাবের সাবেক ফুটবলার, বায়ার লেভারকুজেনের বর্তমান কোচ জাবি আলোনসোকে ভাবছে রিয়াল। গ্যালাকটিকোদের হেড কোচ হওয়ার পথে জাবি অনেকদূর এগিয়ে গিয়েছেন বলেই জোর গুঞ্জন। খবর গোল ডটকমের।

উ‍য়েফা চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। বর্তমান ম্যানেজার কার্লো আনচেলত্তির সাথে গ্যালাকটিকোদের চুক্তি রয়েছে ৩০ জুন, ২০২৪ সাল পর্যন্ত। গুঞ্জন রয়েছে, ইতালিয়ান মাস্টার মাইন্ড আনচেলত্তির পরবর্তী গন্তব্যস্থল ব্রাজিল জাতীয় দল। সম্প্রতি ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ নিশ্চিত করেছেন, রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হওয়ার পর আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে, কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী রিয়াল মাদ্রিদের ম্যানেজার হয়ে আরেকটি মৌসুম দায়িত্ব পালন করতে চান। ঘটনা যাই দাঁড়াক, দীর্ঘমেয়াদে নতুন কোচের জন্য মাঠে নামতে হচ্ছে রিয়ালকে। নতুন ম্যানেজার নিয়োগের তালিকায় সবার উপরে বায়ার লেভেরকুজেনের ম্যানেজার জাবি আলোনসোকে রেখেছে গ্যালাকটিকোরা, এমন খবরই চাউর হয়েছে ক্রীড়া বিষয়ক বিভিন্ন গণমাধ্যমে। ম্যানেজার হিসাবে দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমেই জার্মান বুন্দেসলিগায় দারুণ খেলেছে জাবির দল।

রিয়ালের সাথে অনেক আগে থেকেই সুসম্পর্ক রয়েছে জাবি আলোনসোর। রিয়ালের জার্সিতে দীর্ঘ ৬ বছর খেলার অভিজ্ঞতা রয়েছে এই স্প্যানিয়ার্ডের। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপসহ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি।

এআই/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply