প্রথমার্ধে লেবাননকে রুখে দিলো বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে শক্তিশালী লেবাননের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুর চাপ সামলে প্রথমার্ধে লেবাননকে রুখে দিয়েছে জামাল ভূঁইয়ার দল।

ভারতের শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে লেবননের মুখোমুখি হয় বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে লেবাননের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। মাঠেও এর প্রভাবটা ফুটে উঠে। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে বাংলাদেশের উপর আক্রমণ চালাতে থাকে লেবানন।

প্রথমার্ধে বেশির ভাগ সময়েই বাংলাদেশকে চাপে রাখে লেবানন। তবে লেবাননের আক্রমণগুলো খুব ভালোভাবেই প্রতিহত করেন তপু বর্মন, বিশ্বনাথরা। ম্যাচের ৩৫তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দূরের পোস্টে থাকা খলিল বাদেরের পায়ে গিয়ে পড়ে। লেবাননের এই ফরোয়ার্ডের শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন জিকো।

রক্ষণভাগ শক্ত করে বাংলাদেশ ম্যাচের প্রথম সুবর্ণ সুযোগ তৈরি করে ৪৩ মিনিটে। পাসিং ফুটবলে গোছালো আক্রমণে ওঠে বাংলাদেশ। তপুর পাস ধরে ফাহিম ডান দিক দিয়ে ঢুকে পড়েন বক্সে। দুরূহ কোণ থেকে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে পড়ে ফেরান লেবননের গোলরক্ষক।

এরপর আর কোনো গোল না হওয়ায় গোলশূন্য ড্র থেকেই বিরতিতে যায় দুই দল।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply