জাতিসংঘের নানা উদ্যোগ সত্ত্বেও রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মিয়ানমারে সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর চলমান নিপীড়নের বিষয়ে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে এ কথা বলেন গুতেরেস।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় শুরু হয় এই অধিবেশন। এতে আলোচনা হয়, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদন নিয়েও।
এসময় জাতিগতভাবে নির্মূলের উদ্দেশ্যে রোহিঙ্গা গণহত্যা, গণধর্ষণ আর নির্যাতন-নিপীড়নে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানান মহাসচিব।
তিনি বলেন, সংখ্যালঘুদের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরিতে মিয়ানমার কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা অনিবার্য হয়ে পড়েছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সমালোচনা করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য দেশগুলোও। তবে আসেনি কোন শাস্তিমূলক ব্যবস্থা বা অবরোধ আরোপের সিদ্ধান্ত।
Leave a reply