ভোটের সুষ্ঠু পরিবেশ না হলে অংশ নেবে কি না ভেবে দেখবে জাপা: চুন্নু

|

সিটি ও উপনির্বাচনে ভোটার উপস্থিত হওয়ার মতো সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হয়েছে বর্তমান নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বলেছেন, এ অবস্থা চললে জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কি না সেটা ভেবে দেখা হবে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ প্রকাশের মাধ্যম নির্বাচন। কার অধীনে নির্বাচন সেটা বড় কথা নয়, ভোটার উপস্থিতি এবং কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে সেটা দেখার বিষয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বিগত নির্বাচনগুলোয় আওয়ামী লীগের বিপক্ষে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়নি, এ অভিযোগও করেন চুন্নু। বলেন, জাতীয় পার্টি এবারের নির্বাচনে কারো এজেন্ট হবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply