গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিকের পাওনা বুঝিয়ে দেয়ার আদেশ চেম্বার আদালতে বহাল

|

ড. ইউনূসের কাছে গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিকের পাওনা বুঝিয়ে দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ বহাল থাকবে বলে আদেশ দিয়েছেন চেম্বার আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর চেম্বার আদালত শ্রমিকদের নিয়ে হাইকোর্টের আদেশটি স্থগিত করে দেন। এ নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আগামী ১০ জুলাই।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে, গত ৩ এপ্রিল গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুতদের শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ পরিশোধ করতে রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। পরবর্তীতে সেই রায়ের ওপর গত ৩০ মে ৬ মাসের স্থিতিবস্থা দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে ১৫ জুন রিট করলে হাইকোর্টের আদেশটি স্থগিত করে দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করে দেয়া হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply