অপরিচিত কল থেকে মুক্তি দিতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

|

অনেকেই হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে কল পেয়ে থাকেন। কখনো কখনো হয়ে থাকেন প্রতারণার শিকার। বিভিন্ন প্রতিষ্ঠানও নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত কল করে। ফলে কাজে ব্যস্ত থাকার সময় মনোযোগে সমস্যা হওয়ার পাশাপাশি মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। খবর টেকক্রাঞ্চের।

তবে এবার অপরিচিত এসব কল থেকে কিছুটা মুক্তি দিতে মূল প্রতিষ্ঠান মেটা নিয়ে এলো নতুন সুবিধা, ‘সাইলেন্স আননোন কলারস’। মঙ্গলবার (২০ জুন) এক ঘোষণায় মেটার মালিক মার্ক জাকারবার্গ এ কথা জানান।

নতুন এ সুবিধায় অপরিচিত নম্বর থেকে কল এলেও কোনো রিং বাজবে না। ফলে ব্যবহারকারী চাইলে কল ব্যাক করতে পারবেন।

নতুন এ সুবিধা চালুর জন্য হোয়াটসঅ্যাপের সেটিংসে থাকা প্রাইভেসি অপশনে প্রবেশ করে কলস নির্বাচনের পর ‘সাইলেন্স আননোন কালারস’ টগলটি চালু করতে হবে। তবে ব্যবহারকারীরা চাইলে টগলটি বন্ধও করতে পারবেন। ফলে নির্দিষ্ট সময়ে অপরিচিত ব্যক্তিদের কলের রিং শোনার সুযোগ মিলবে।

এটিএম/





সম্পর্কিত আরও পড়ুন






Leave a reply