সাবমেরিন টাইটানের অনুসন্ধানে আটলান্টিকে পাঠানো হলো রোবট

|

ছবি: সংগৃহীত

আটলান্টিকে নিখোঁজ সাবমেরিন টাইটানের অনুসন্ধান প্রচেষ্টার অংশ হিসেবে দূর থেকে নিয়ন্ত্রিত দুটি রোবট যান পাঠানো হয়েছে। খবর বার্তা সংস্থা গার্ডিয়ানের।

মার্কিন কোস্টগার্ডের অনুমান 
অনুসারে, টাইটানের ৯৬ ঘণ্টার অক্সিজেন সরবরাহ শেষ হয়ে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডুবোজাহাজটি সমুদ্রতলের উপরিভাগে আছে কিনা তা এখনও অস্পষ্ট, এবং ডুবোজাহাজটি শনাক্ত করতে আরও পরীক্ষা ও সময় প্রয়োজন। 

অন্যদিকে, ইউএস কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মউগার বলেন, টাইটানের উদ্ধার  অভিযানে একটি ব্রিটিশ সাবমেরিনও সাথে যুক্ত হয়েছে।

এর আগে, রোববার টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয় পর্যটকবাহী ডুবোযান টাইটান। কানাডার নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জোনস উপকূল থেকে রওনা দিয়েছিল টাইটান। সাগরের গভীরে ডুব দেয়ার পৌনে দুই ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণকারী জাহাজের সাথে সংযোগ হারিয়ে ফেলে।

আরোহীদের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হারডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহাজাদা দাউদ ও তার ছেলে সুলেমান এবং ওশেনগেটর প্রধান নির্বাহী স্টকটোন রুশ, অপরজন ফরাসি নাবিক পল হেনরি।

এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply