পরিবেশ ধ্বংসের জন্য মানুষ দায়ী: মেয়র আতিক

|

মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

পরিবেশ ধ্বংস করার জন্য মানুষ দায়ী। গাছ কেটে ও খাল ধ্বংস করে পরিবেশের বিপর্যয় ডেকে আনা হয়েছে। তাই পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে, এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে বনবিভাগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। ঢাকা শহরকে সবুজায়ন করতে বেশি বেশি গাছ লাগানোর ওপর জোর দেন।

আতিকুল ইসমাল বলেন, যারা গাছ লাগাবে তাদের ১০ শতাংশ রিবেট দেয়া হবে। উন্নয়নমূলক কাজের সময় যে ঠিকাদার গাছ কেটে ফেলেছে সেই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। শব্দদূষণ রোধে সপ্তাহে একদিন বিনা হর্নে গাড়ী চালানোর উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, হিট ওয়েভ কমাতে ঢাকাকে সবুজায়ন করতে ৭ কোটি ৭০ লক্ষ গাছের চারা লাগানো হবে বলেও জানিয়েছে বন অধিদফতর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply