জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করলো মিয়ানমার

|

রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে আনা নিপীড়ন ও গণহত্যার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে, সরকারের মুখপাত্র জাও তায়ের।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদপত্র ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিনিধি দলকে মিয়ানমারে প্রবেশই করতে দেয়া হয়নি। কিসের ভিত্তিতে এই তদন্ত পরিচালিত হয়েছে সেটাই অস্পষ্ট।

এই অবস্থায় রোহিঙ্গাদের ওপর বর্বরতার অভিযোগে, আন্তর্জাতিক অপরাধ আদালতে সেনাপ্রধানসহ মিয়ানমারের ছয় জেনারেলের বিচারে জাতিসংঘের সুপারিশ গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

সোমবারের প্রকাশিত প্রতিবেদনে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ- এই তিন ক্যাটাগরিতেই মিয়ানমার সেনাবাহিনীর সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানায় জাতিসংঘ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply