ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে মৌসুমি ফল প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা ও মানিকগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৩ জুন) সকালে সংবাদ সম্মেলনে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য জানান।
তিনি বলেন, ঝিনাইদহ সদর থানায় আম ব্যবসায়ী শাহাদাৎ হোসেন বাদী হয়ে গত ১৯ জুন মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ হোসেন একটি অভিযানিক দল নিয়ে ঢাকার কদমতলীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য ঝিনাইদহের আরাবপুর পূর্বপাড়া এলাকার আবেদ আলীর পুত্র শেখ সাদি ওরফে সাদেককে (৪০) গ্রেফতার করে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
সাদেকের দেয়া তথ্য মতে, রাজশাহী জেলার বানেশ্বা এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ তেওতা এলাকার মৃত কফিল উদ্দীন খার পুত্র আব্দুর রহিম মুন্সিসহ (৪৬) আরও দু’জনকে গ্রেফতার করা হয়। প্রতারক চক্র আনুমানিক ৪ লক্ষ টাকার আম আত্মসাৎ করেছে বলেও জানান ওসি।
ইউএইচ/
Leave a reply