মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে আনতে হলে মিরাকল দরকার: পরিকল্পনামন্ত্রী

|

এক বছরের মধ্যে মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে আনতে হলে মিরাকল দরকার। এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (২৩ জুন) এফডিসিতে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের বাজেট জনবান্ধব’ শীর্ষক ছায়া সংসদের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি বলেন, অর্থনীতি ভর্তুকি নির্ভর। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় সিলেক্টিভ কিছু ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমার প্রশ্ন যারা নির্বাচন হতে দিবে না বলছে, তারা কি ভিসা পেতে পারে? ইউএসএ তাদের স্বার্থে যদি মনে করে ভিসা দিবে না, এটা তাদের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply