অস্ট্রেলিয়া ‘চোখে চোখ’ রেখে লড়াই করেনি: রবিনসন

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের পেসার অলি রবিনসন বলেছেন, এজবাস্টন টেস্টে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে চোখে চোখ রেখে লড়াই করেনি। ক্রিকইনফোর খবর।

‘উইজডেনডটকম’-এ লেখা এই পেসারের নতুন কলামে তিনি বলেন, আমাদের আক্রমণাত্মক ক্রিকেটের বিপক্ষে পাল্টা লড়াই করতে অজিদের অনীহা ছিল। রবিনসন আরও উল্লেখ করেন, ম্যাচ শেষে ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম তাদের উৎসাহ দিয়ে বলেছেন, ছেলেরা, মনে হচ্ছে আমরাই জিতেছি।

এ্যাশেজের প্রথম টেস্টে ৫ উইকেট পাওয়া এই ফাস্ট বোলার দাবি করেন, ইংল্যান্ড এজবাস্টনে প্রত্যাশা মাফিক পারফর্ম করেছে এবং লর্ডসে আরও আগ্রাসন নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে। তিনি বলেন, আমরা যেভাবে খেলেছি তাতে আমি ভীষণ গর্বিত। এই ম্যাচের এমন দুর্দান্ত চিত্র আমরাই দান করেছি। অবিশ্বাস্য এক জয়ের খুব কাছেই চলে গিয়েছিলাম। আমরা এভাবে না খেললে অস্ট্রেলিয়া জয়ের সুযোগই পেতো না।

অলি রবিনসন আরও বলেন, আমরা সেই দলটাই হতে চাই যাদের নিয়ে মানুষ ২০-৩০ বছর পরেও কথা বলবে। আমরা যেমন সবাইকে বিনোদিত করতে পেরেছি, তেমনি অজিদের ব্যাকফুটেও ফেলেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply