ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের সাথে রিয়াল মাদ্রিদকে জড়িয়ে গুঞ্জন শোনা যাচ্ছে আরেক দফা। ফরাসি সংবাদমাধ্যম ‘পিএসজি কমিউনিটি’ জানিয়েছে, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে প্রস্তুত এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ ২৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার চুক্তিতে এমবাপ্পেকে দলে টানতে রাজি হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, অবশেষে এমবাপ্পে এই গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিতে যাচ্ছেন। কাতারের আমির এবং মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ দু’জনেই এমবাপ্পের ব্যাপারে ২৫০ মিলিয়ন ইউরো (৫০ মিলিয়ন বোনাস সহ) ট্রান্সফার চুক্তিতে সম্মত হয়েছেন।
২০১৫ সালে এমবাপ্পে মোনাকোতে আসার পর থেকে রিয়াল মাদ্রিদ তাকে পর্যবেক্ষণে রেখেছিল। ২০১৮ সালে এই ফরাসি ফরোয়ার্ডকে লস ব্ল্যাংকসরা ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছিল। সেবার সফল না হলেও মাদ্রিদ হাল ছাড়েনি, এমবাপ্পের জন্য তারা সবসময় অপেক্ষা করেছে।
ধারণা করা হচ্ছিল, গত বছর এমবাপ্পে কার্লো আনচেলত্তির দলে ভিড়বে। কিন্তু তিনি পিএসজিতেই থেকে গিয়েছিলেন। অবশেষে লা লিগা জায়ান্টদের আশা পূরণ হতে যাচ্ছে বলে দাবি করেছে ইউরোপের কয়েকটি গণমাধ্যম। এই গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাব্যুতে রেকর্ডভাঙা ট্রান্সফারে তারা এমবাপ্পেকে দলে নিচ্ছে। পিএসজিতে গত মৌসুমে ৪৩ খেলায় ৪১ গোল এবং ১০টি অ্যাসিস্ট করেছেন কিলিয়ান এমবাপ্পে।
Leave a reply