Site icon Jamuna Television

আটকে পড়া ফেরি উদ্ধার, শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে অচলাবস্থা

প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের সরু চ্যানেল লৌহজং টার্নিং এর ডুবোচরে যানবাহন ও যাত্রী নিয়ে আটকে পড়া ডাম্ব ফেরি ‘টাপলো’ ও ‘যমুনা’ ২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। শিমুলিয়া থেকে অন্তত ৩০-৩৫টি যানবাহন নিয়ে ছেড়ে আসা ডাম্ব ফেরি দুটি সকাল ৭ টার দিক লৌহজং টার্নিংয়ের ডুবোচরে আটকে পড়ে। দুই ঘন্টা চেষ্টার পর ৯ টার দিক ফেরি দুটি উদ্ধার করা হয়।

গতরাতেও বেশিরভাগ সময় বন্ধ ছিল এই নৌরুটে ফেরি চলাচল। মাত্র ২টি কে-টাইপ ফেরি হালকা যানবাহন নিয়ে চলাচল করে। সকালে ফেরি চলাচল শুরু হলেও ডুবোচরে ফেরি আটকে পড়ায় অন্য ফেরি চলতে সমস্যা হচ্ছিল। রো রো ফেরি চলাচলও বন্ধ রয়েছে।

অচলাবস্থার কারণে ঈদ শেষে কর্মস্থলে ফেরা অন্তত ৫ শতাধিক যানবাহন ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে ঘাট এলাকায়। অচলাবস্থার কারণে লঞ্চে যাত্রীদের ভিড় বেশি।

Exit mobile version