মেটাকে মালয়েশিয়ার আইনি পদক্ষেপের হুমকি

|

ফেসবুকের মূল কোম্পানি মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে মালয়েশিয়া। শুক্রবার (২৩ জুন) দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক কমিশন মেটাকে ফেসবুক থেকে অবাঞ্ছিত কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ার কারণে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছে। খবর এএফপির।

মালয়েশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের অভিযোগ, দেশের সার্বভৌমত্ব, ধর্ম, অনলাইন জুয়াসহ নানা বিষয়ের অসংখ্য অবাঞ্ছিত কনটেন্ট দ্বারা ফেসবুক প্ল্যাটফর্মটি জর্জরিত।

কমিশন জানায়, মেটাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও এ ধরনের কনটেন্ট সরাতে তারা ব্যর্থ হয়েছে। সেকারণে, মার্কিন এই সংস্থার বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানায়, মেটা থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় কমিশনের কাছে আইনি ব্যবস্থা নেয়া ছাড়া কোনো উপায় ছিল না।

সাইবার অপরাধ মোকাবেলা করার অংশ হিসেবে মালয়েশিয়ার কর্তৃপক্ষ মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের প্রতিনিধিদের সাথে সাক্ষাতের কয়েকদিন পর এখন এল মেটার বিরুদ্ধে আইনি হুমকি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মেটার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/এএম/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply