Site icon Jamuna Television

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ বিচ্ছিন্নতাবাদী নিহত

ফাইল ছবি।

ভারতের জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। নিহতরা হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান রয়েছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার অনন্তনাগ জেলার মুনিওয়ার্দ গ্রামে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজনরা টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।

শুরু হয় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়। এসময় প্রাণ যায় দু’জনের। এলাকাটিতে এখনও গোলাগুলি চলছে। নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ রাখা হয়েছে মুঠোফোন ও ইন্টারনেট সেবা।

Exit mobile version