Site icon Jamuna Television

এবার পায়ে হেঁটে হজে গেলেন পাকিস্তানি যুবক

ভারতীয় নাগরিকের পর এবার পবিত্র হজ পালনের জন্য পায়ে হেঁটে সৌদি আরব পৌঁছেছেন পাকিস্তানি এক তরুণ। খবর রয়টার্সের।

উসমান আরশাদ নামের ২৫ বছর বয়সী এই তরুণ সাড়ে ছয় মাস হাঁটার পর পৌঁছান সৌদি আরবে। এই দীর্ঘ পথযাত্রায় পাকিস্তান থেকে প্রথমে ইরানে পৌঁছান আরশাদ। এরপর সেখান থেকে বাহরাইনে যান তিনি। তারপর সংযুক্ত আরব আমিরাত হয়ে সৌদি আরবে পৌঁছান।

এ তরুণ জানান, প্রতিদিন গড়ে ৪০ কিলোমিটারের মতো পথ হেঁটেছেন। পাকিস্তানের পাঞ্জাব থেকে মক্কা পৌছাতে পায়ে হেঁটে মোট পাঁচ হাজার চারশ’ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে আরশাদকে। নিজের ভিডিও বার্তায় দীর্ঘ এই যাত্রার বিভিন্ন ঘটনা ধারণ করেন তিনি। জানান, প্রথম দিকে তার কাছে শুধু ওমরাহ ভিসা ছিল। পরবর্তীতে মক্কায় পৌঁছলে পাকিস্তান হজ মিশন ও সৌদি কর্তৃপক্ষের সহায়তার হজ ভিসা পেয়েছেন। এই দীর্ঘ পথযাত্রায় উসমান আরশাদের প্রায় সাড়ে আট লাখ রুপি খরচ হয়েছে।

এটিএম/

Exit mobile version