রুশ সেনারাও যোগ দিচ্ছে ওয়াগনার গ্রুপে: প্রিগোঝিন

|

ছবি: সংগৃহীত

ওয়াগনার গ্রুপ প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বলেছেন, রাশিয়ান গার্ড এবং মিলিটারি পুলিশও মার্সেনারি দলটিতে যোগ দিচ্ছে।

শনিবার (২৪ জুন) প্রিগোঝিনের অডিও রেকর্ড অনুবাদ করে সিএনএন জানিয়েছে, সেখানে ওয়াগনার গ্রুপ প্রধান দাবি করেন, সৈন্যদের সাথে আমাদের যেখানেই দেখা হচ্ছে, রুশ গার্ড এবং সামরিক পুলিশ সর্বত্রই প্রফুল্লভাবে হাত নেড়ে স্বাগত জানাচ্ছে।

অডিও রেকর্ডটিতে প্রিগোঝিন দাবি করেন, ৬০ থেকে ৭০ জন রুশ সেনা এরইমধ্যে ওয়াগনার গ্রুপে যোগ দিয়েছে। তিনি বলেন, তাদের অনেকেই বলছে, আমরা তোমাদের সাথে যোগ দিতে চাই। ইতোমধ্যে ৬০-৭০ জন সেনা যোগ দিয়েছে। এখন পর্যন্ত খুব কম পথই পাড়ি দিয়েছি। আমার ধারণা, রুশ সেনাবাহিনীর অর্ধেকই আমাদের সাথে যোগ দিতে প্রস্তুত।

ইয়েভগেনি প্রিগোঝিনের দাবিগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেনি সিএনএন।

আরও পড়ুন: রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহ, মস্কোসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply