লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৭ সে.মি. নিচে

|

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২৪ জুন) সকাল নয়টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা যাচ্ছে।

ভারী বর্ষণ ও উজানের ঢলে গত ১৯ জুন তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে লালমনিরহাট জেলার চার উপজেলায় তিস্তার চরাঞ্চল ও তীরবর্তী নিম্নাঞ্চলের অন্তত পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বসতবাড়িতে পানি উঠে যায়। ডুবে যায় রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের নদী তীরবর্তী ৩টি ওয়ার্ডে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।

গত চারদিন ধরে নদীর পানি কমতে থাকায় বাড়িঘর থেকে পানি নেমে যাচ্ছে। পানি নেমে যাওয়ায় রাস্তাঘাট দৃশ্যমান হচ্ছে। তবে চরাঞ্চলের কিছু কিছু এলাকায় এখনও পানিতে ডুবে আছে পাট, বাদাম ও সবজি ক্ষেত।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply