ইংল্যান্ডের ওপেনিং ব্যাটার জ্যাক ক্রলি বলেছেন, লর্ডসে এ্যাশেজের দ্বিতীয় টেস্টে তার দল অস্ট্রেলিয়াকে ১৫০ রানে পরাজিত করবে। ‘টাইমস রেডিও’র সাথে কথোপকথন চলাকালে ক্রলি এই সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
দীর্ঘদেহী এই ব্যাটার মনে করেন, এজবাস্টনের ধীর, শুষ্ক পিচের তুলনায় লর্ডসের পিচ ইংল্যান্ডকে জেতাতে সহায়তা করবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, লর্ডসে আমরা জিতব। এজবাস্টনের তুলনায় লর্ডসের পিচ আমাদের খানিকটা সুবিধা দেবে। আমি জানি না, কত রানে জিতব। ১৫০ রান?
এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ৬১ রান করা এই ব্যাটার আরও বলেন, সিরিজ চলাকালীন দুই পক্ষের মধ্যে কথার তীর ছোড়াছুড়ির মাত্রা আরও বাড়বে। রবিনসন ইস্যুতে দুই শিবিরে ইতোমধ্যে কথার লড়াই শুরু হয়েছে।
প্রথম টেস্টে অজিদের বিপক্ষে দারুণ লড়াইয়ের মাধ্যমে ইংল্যান্ড অনেক সম্মান পাচ্ছে বলেও ক্রলি মনে করেন। ‘বাজবল’ বিষয়ে তিনি বলেন, আমরা এই পরাজয়কে (এ্যাশেজের প্রথম টেস্ট) ইতিবাচকভাবে নিচ্ছি, অন্যান্য পরাজয়ের মতো করে দেখছি না। টেস্ট ম্যাচটা দারুণ ছিল, দর্শকও অনেক উপভোগ করেছে। আমরা জয়-পরাজয় নিয়ে মোটেই ভাবিত নই। দর্শক বিনোদিত হচ্ছে কিনা, সেটাই মূল বিষয়। আমি মনে করি, এই টেস্টে রেকর্ড ভাঙা দর্শক ছিল।
/এএম
Leave a reply