পবিত্র হজ পালনের আগে মক্কায় শেষ জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার (২৩ জুন) নামাজ আদায় করতে মসজিদুল হারামে ঢল নামে লাখো মানুষের। খবর ডনের।
মসজিদ এলাকা ছাড়িয়ে কাবা শরিফের আশপাশের সড়কেও মুসল্লিরা জামাতে দাঁড়ান এদিন। নামাজ আদায় শেষে তাওয়াফ আদায় করেন তারা। এ সময় গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐকবদ্ধ হয়ে আল্লাহর নির্দেশনা অনুসারে কাজ করার আহ্বান জানান ইমাম।
এদিন জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা এলাকা। তিন ঘণ্টর আগে থেকে মসজিদুল হারামের আশপাশের সড়কগুলোতে বন্ধ করা হয় যান চলাচল। মসজিদের প্রবেশদ্বারেও ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। হাজীদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালানোর পর দেয়া হয় প্রবেশের অনুমতি।
এসজেড/
Leave a reply